Posts

Showing posts from 2017

নষ্ট মেমোরি ঠিক করবেন যেভাবে!!!!

ফোন যতই দামি হোক না কেন, প্রাণভোমরা কিন্তু মেমোরি কার্ড। উপযুক্ত মেমোরি কার্ড স্পেস না থাকলে হ্যাং করতে পারে দামি ফোনও। সাধারণত মেমোরি কার্ডের স্পেস হয় ৪ থেকে ৬৪ জিবি। কিন্তু মেমোরি কার্ড নষ্টও হয় আকছার। ফোনের মেমোরি কার্ড হঠাৎ খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হতে পারে। জেনে নিন কিভাবে নষ্ট হওয়া মেমোরি কার্ড ঠিক করবেন।  কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে কানেক্ট করুন। খেয়াল রাখুন, হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো মেমোরি কার্ড দেখালেও সেটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার আপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেনুর উপর দিকে কমান্ড প্রম্পট (cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator সিলেক্ট করে সেটি খুলুন। কমান্ড প্রম্প্ট চালু হলে এখানে chkdsk mr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ। কম্পিউটারে কার্ডের ড্রাইভ দেখতে পেলে এখানে 'চেক ডিস্ক' সম্পন্ন হতে দিন।  এখানে convert lost chains to files বার্তা এলে y টিপুন। এ ক্ষেত্রে ফাই

কম্পউটারের কিছু শর্টকাট কী - computer shortcut key

Image
কম্পিউটারে অনেক কাজই করা যায় কি-বোর্ডের কয়েকটি বোতাম টিপেই। এ রকম কিছু শর্টকাট কি ও সেগুলোর কাজের বর্ণনা নিচে দেওয়া হলো— 1. Alt + Tab টাস্কবারে মিনিমাইজ করা ফাইল খোলা। 2. Alt + Shift + Tab একই সময়ে মিনিমাইজ করা অন্য আরেকটি ফাইলখোলা। 3. WINKEY স্টার্ট মেনু খুলবে। 4. WINKEY + F1 উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার খোলা। 5. WINKEY + Pause/Break সিস্টেম প্রপার্টিজ ডায়ালগ বক্সে প্রবেশ করা। 6. WINKEY + D ডেস্কটপ রিফ্রেশ করা এবংঅন্যান্য মেসেজ বক্স বন্ধ করা। 7. WINKEY + E মাই কম্পিউটার ফোল্ডার খোলা। 8. WINKEY + F সার্চ রেজাল্ট বক্স খোলা। 9. WINKEY + Ctrl + F সার্চ রেজাল্ট বক্সে নাম দিয়ে কম্পিউটার খোঁজা (নেটওয়ার্কের ক্ষেত্রে)। 10. WINKEY + L কম্পিউটার চালু হওয়ার সময়ের পাসওয়ার্ড বক্স খোলা ও পাসওয়ার্ড দেওয়া। 11. WINKEY + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি উইন্ডো মিনিমাইজ করা। 12. WINKEY + Shift + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি মিনিমাইজ করা উইন্ডো খোলা। 13. WINKEY + R রান বক্স খোলা। 14. WINKEY + U ইউটিলিটি ম্যানেজার খোলা। 15. WINKEY + Tab মিনিমাইজ করা ডকুমেন্ট বা

এন্ড্রয়েড ফোনের গতি বাড়ান কয়েকটি ধাপ অনুসরণ করে

Image
বর্তমানে অ্যান্ড্রয়েড হচ্ছে মোবাইলের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম । দিন দিন আন্ড্রয়েড ফোনের জনপ্রিয়তা বেড়েই চলছে । যাইহোক, আন্ড্রয়েড সম্পর্কে আপনারা মুটামুটি সবাই ভাল জানেন এবং অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন । তাই, অ্যান্ড্রয়েড সম্পর্কে আপানদের কাছে নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই । এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি । আমরা কখনো চাইনা আমাদের প্রিয় স্মার্টফোন স্লো কাজ করুক । কিন্তু, অনেকেই দেখবেন এ সমস্যায় ভুগছেন । এসব সমস্যার বেশ কিছু কারন রয়েছে । এসব কারন এড়িয়ে চললে এ সমস্যা থেকে সমধান পাওয়া সম্ভব । আর অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি বাড়ানোর জন্য বেশ কিছু টিপস রয়েছে । এসব টিপস মেনে চললে আপনার অ্যান্ড্রয়েড গতি বাড়াতে পারবেন - ইনশাল্লাহ্‌ । আজ আমি এমন কিছু পদ্ধতি আলোচনা করবো যার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়াতে পারবেন । এবার চলুন আমরা দেখি কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়াতে পারিঃ অপ্রয়োজনীয় অ্যাপস মুছে ফেলুন অনেকের মোবাইল প্রচুর পরিমানে আন্ড্রয়েড অ্যাপস ইন্সটল করতে দেখা যায় । কিন্তু অনেকেই আছেন এসব অ্যাপস অযথা ইন্সটল করে রেখেছেন । অর্থাৎ, অ্যাপস ব্যবহার না

যারা ফোনে বাংলা টাইপ করতে পারে না তাদের জন্য

Image
<b>বাংলা যুক্তাক্ষর </b> নিচের যুক্তবর্ণের তালিকাটি বাংলা সঠিকভাবে লিখতে  সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়। ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত) ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয় ক্ত = ক + ত; যেমন- রক্ত ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী ক্য = ক + য; যেমন- বাক্য ক্র = ক + র; যেমন- চক্র ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য ক্স = ক + স; যেমন- বাক্স খ্য = খ + য; যেমন- সখ্য খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান গ্‌ণ = গ + ণ; যেমন - রুগ্‌ণ গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী গ্ন = গ